রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের পণ্য নিয়ে বিদেশি জাহাজ মোংলায়

মোংলা প্রতিনিধি :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারীজ মালামাল নিয়ে মোংলা বন্দরে আসা লাইব্রেরিয়ান পতাকাবাহী জাহাজ এস,টি সোফিয়া থেকে চলছে পণ্য খালাসের কাজ।

রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে এই খালাসের কাজ চলছে।

একই সাথে খালাসকৃত পণ্য সড়ক পথে নেয়া হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ডিপোতে। এর আগে শনিবার রাতে এ জাহাজটি মোংলা বন্দরের ৫নম্বর জেটিতে ভিড়ে। জাহাজটিতে ১ হাজার ৬৮১ মেট্টিক টন মেশিনারীজ পণ্য এসেছে।

বিদেশী এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোর্ট শিপ এজেন্টের সিনিয়র অপারেশন ম্যানেজার অসিম কুমার সাহা জানান, জাহাজটি গত ৫ জানুয়ারি রাশিয়ার সেন্ট পিটার্সবাগ বন্দর থেকে রূপপুরের মেশিনারীজ পণ্য নিয়ে ছেড়ে আসে। এরপর শনিবার (৩ জানুয়ারি) রাতে মোংলা বন্দর জেটিতে ভিড়ে জাহাজটি। জাহাজটি হতে রাতের পালা থেকেই পণ্য খালাস শুরু হয়।

আগামী ২-৩ দিনের মধ্যে জাহাজটির সমুদয় পণ্য খালাস করে বন্দর ত্যাগ করবে এস,টি সোফিয়া।

পূর্ববর্তী নিবন্ধভোট সুষ্ঠু হয়নি দাবি করে সম্পর্ক এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধঅনলাইন জুয়ার অ্যাপস বন্ধ করা হবে: প্রতিমন্ত্রী পলক