রুবেলের জোড়া আঘাত

পপুলার২৪নিউজ ডেস্ক:

1তেড়েফুঁড়ে ব্যাটিং শুরু করেছিল নিউজিল্যান্ড। মাশরাফির প্রথম ওভারেই নিল ৯ রান।
এরপর চতুর্থ ওভারে বল করত এসে সাকিব দিলেন ১১ রান। যখন কিউইরা বেপরোয়া হয়ে উঠছিল তখনই মঞ্চে আবির্ভাব রুবেল হোসেনের। পঞ্চম ওভারে বল করতে এসেই তুলে নিলেন জোড়া উইকেট। ওভারের দ্বিতীয় বলে নিশাম এবং শেষ বলে ফেরালেন মুনরোকে।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি ম্যচে টসে জিতে আবারও বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। অনুমিতভাবেই বাংলাদেশের একাদশ পরির্বতন হয়েছে। বিশ্রাম দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমানকে। একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। অন্যদিকে চোট পেয়ে নিউ জিল্যান্ড দল থেকে ছিটকে গেছেন লুক রনকি। তার বদলে ডাক পাওয়া টম ব্লান্ডেলের হচ্ছে অভিষেক।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাসকিন আহমেদ, রুবেল হোসেন।

পূর্ববর্তী নিবন্ধফরিদপুরে নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধক্যাচ মিসের উৎসবে বাংলাদেশের সামনে রানের পাহাড়