রাষ্ট্রপতির বাড়িতে প্রধানমন্ত্রীর আপ্যায়নে যা যা ছিল

নিউজ ডেক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কিশোরগঞ্জ সফরে রয়েছেন। কিশোরগঞ্জের মিঠামইনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নিজের বাড়ি। এখানে দুপুরে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের আপ্যায়নে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির বাড়িতে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে ছিল কিশোরগঞ্জের বিখ্যাত রাতাবোরো চালের ভাত ও হাওড়ের বিভিন্ন প্রকার মাছ।

প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে ছিল ১৯ পদের খাবার

সাদা ভাত
রুই মাছ দোপেঁয়াজা
কাতল মাছ দোপেঁয়াজা
চিতল মাছ দোপেঁয়াজা
আইড় মাছ দোপেঁয়াজা
পাবদা মাছ দোপেঁয়াজা
গোলসা টেংরা মাছ দোপেঁয়াজা
কালিবাউশ মাছ দোপেঁয়াজা
শোল মাছ ভুনা
বাইম মাছ ভুনা
চিংড়ি মাছ ভুনা
বোয়াল মাছ ভুনা
গ্রাস কার্প মাছ ভুনা
বাছা মাছ ভুনা
রিটা মাছ মাখা মাখা ঝোল
পাঙাশ মাছ মাখা মাখা ঝোল
মসুর ডাল
সালাদ ও
রসমালাই।

মঙ্গলবার দুপুর ১টার দিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কামালপুরের পৈতৃক নিবাসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সকাল ১০টা ৫৫ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে তিনি মিঠামইনে পৌঁছান। পরে বেলা ১১টা ২০ মিনিটে নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

পূর্ববর্তী নিবন্ধহাওরের প্রতিটি সড়ক এলিভেটেড করা হবে: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধসোনালী ব্যাংকের নতুন নাম সোনালী ব্যাংক পিএলসি