রামু পূর্বাঞ্চল প্রেস ক্লাব এর মতবিনিময় সভায় অনুষ্ঠিত

মোঃসাইদুজ্জামান সাঈদ,রামু, কক্সবাজারঃ
রামুবাসীর উন্নয়ন অগ্রযাত্রা তরান্বিত করতে পেশাগত দায়িত্ব পালনে রামু
পূর্বাঞ্চল প্রেস ক্লাব কর্মকর্তারা বদ্ধপরিকর।।

রামু পূর্বাঞ্চল প্রেস ক্লাব এর জরুরী সভায় বক্তারা বলেছেন,সংবাদপত্র হচ্ছে
সমাজের দর্পন আর সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক।ত্রিশ লাখ শহীদ ও তিন লাখ মা-
বোনের ইজ্জতের বিনিময়ে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে যে জাতি বিজয় ছিনিয়ে আনতে পারে
সে জাতির উন্নয়ন অগ্রযাত্রা কেউ দাবিয়ে রাখতে  পারে না।
দীর্ঘ দিন প্রিয় স্বদেশের পতাকা যারা খামচে ধরে ছিল, যারা মুক্তি যুদ্ধ কে
অস্বীকার করতো তারা ছিল রাষ্ট্রীয় ক্ষমতায়।আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা বাংলার
টানা তৃতীয় বারের প্রধানমন্ত্রী। দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে দুর্বার
গতিতে।শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে রুপান্তরের
পথে।উন্নয়নের রোলমড়েল বাংলাদেশ এখন বিশ্ব দরবারে। তেমনি সারা বাংলার উন্নয়নের
ধারাবাহিকতা রামু- কক্সবাজারে উন্নয়ন মহা জোয়ার চলছে।শিক্ষার নগরী যেমন রামু
তেমনি পর্যটন রাজধানী কক্সবাজার। সারা দুনিয়া কক্সবাজারের সাথে নিবিড়
সম্পর্ক।শেখ হাসিনা সরকারের উন্নয়নের কান্ডারী সুযোগ্য নেতৃত্বের কারণে চির
অবহেলিত রামু উপজেলার উন্নয়ন এখন দৃশ্যমান। চলমান উন্নয়নের চাকা অব্যাহত রাখতে
পারলে রামু উপজেলা হবে দেশে উন্নয়নের মডেল। তাই অনুন্নত জনপদের আকাল সমস্যা
চিহ্নিত করে কলমের লিখনির মাধ্যমে প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের দৃষ্টিতে আনতে
রামু পূর্বাঞ্চল প্রেস ক্লাব এর কর্মরত সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে
পারেন।মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলের আন্তরিক সহযোগিতা ও সমর্থন
প্রত্যাশী দাবী করে রামু পূর্বাঞ্চল প্রেস ক্লাব জরুরী সভায় বক্তারা আরো
বলেন,রামু পূর্বাঞ্চল প্রেস ক্লাবের সকল নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের চেতনা লালন
করেন প্রিয় স্বদেশ কে ভালোবাসেন। বক্তারা আগামীতে মুক্তিযুদ্ধের স্বপক্ষ
গোষ্ঠীর পক্ষে যে কোন কর্মসুচিতে পূর্ণসমর্থন থাকবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন

১২ জুন  বুধবার রামু পূর্বাঞ্চল প্রেস ক্লাব জরুরী সভা রামু চৌমুহনীর একটি
অভিজাত হোটেলের হলো রুমে অনুষ্ঠিত হয়।
রামু পূর্বাঞ্চল প্রেস ক্লাব  সভাপতি এস এম হুমায়ুন কবির ( ডেইলি মর্নিং
গ্লোরী)এর সভাপতিত্বে যুগ্ন সম্পাদক মৌঃ ইউসুফের সুমধুর কন্ঠে পবিত্র কোরআন
তেলওয়াত এর মাধ্যমে এবং সাধারন সম্পাদক কামাল শিশির ( আমাদের নতুন সময়)এর
পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান সোহেল( সি- প্লাস
টিভি) আজিজ মৌলা ( টাইমস ২৪.নেট) যুগ্ন সাধারন সম্পাদক মাসেদুল হক আরমান(দৈনিক
আলোকিত উখিয়া) সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইউসুফ ( দৈনিক কক্সবাজার প্রতিদিন)
দপ্তর সম্পাদক মোঃ সাঈদুজ্জামান ( দৈনিক আলোকিত সকাল), নির্বাহী সদস্য মোঃ
মুজিবুর রহমান ( সাপ্তাহিক শীর্ষ খবর) প্রমুখ।
সভায় রামু উপজেলার প্রশাসন ও সরকারের উন্নয়ন কর্মকান্ড লিখনির মাধ্যমে তুলে
ধরে সরকারের মিশন ভিশন বাস্তবায়নে সহযোগিতা ও রামু পূর্বাঞ্চল প্রেস ক্লাব এর
নিজস্ব ভবন নির্মানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত
গৃহীত হয়।

পূর্ববর্তী নিবন্ধবাজেট ঘোষণা: গত অর্থবছরের চেয়ে বেশি বরাদ্দ পেয়েছে কৃষি খাত
পরবর্তী নিবন্ধড. শিরীন চবির ভারপ্রাপ্ত উপাচার্য