রামপুরায় গার্মেন্টকর্মীদের সড়ক অবরোধ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বকেয়া বেতনের দাবিও কারখানা বন্ধের প্রতিবাদে রাজধানীর রামপুরা এলাকায় সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন ‘লিরিক গার্মেন্ট ইন্ডাস্ট্রিজ’ নামে একটি গার্মেন্টকর্মীরা।
বুধবার (২২ মার্চ) সকাল থেকে ‘লিরিক ইন্ডাস্ট্রিজ শ্রমিক ইউনিয়ন’ ব্যানারে তারা এ অবস্থান কর্মসূচি পালন শুরু করেন। তবে বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল থেকে তা ব্যাপক আকার ধারণ করে।
গার্মেন্টকর্মী মনিরা জানান, বুধবার সকালে আমাদের শ্রমিক ভাইরা কারখানার ‍কাজে যোগ দিতে এসে দেখেন কারখানা বন্ধ। মালিক আমাদের তিন মাসের বেতন না দিয়ে বেআইনিভাবে কারখানা বন্ধ করে দিয়েছে। এজন্য আমরা অবস্থান কর্মসূচি পালন করছি।
দাবি আদায়ে শ্রমিকরা সড়কেও উপর বসে পড়েছেন। তারা বিভিন্ন স্লোগানও দিচ্ছেন।
এদিকে গার্মেন্টকর্মীদের সড়ক অবরোধের ফলে ওই এলাকায় ‍যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে রামপুরা-বাড্ডা সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে সকালেই ভোগন্তিতে পড়েছেন কর্মস্থলগামীরা।

পূর্ববর্তী নিবন্ধমাগুরায় সড়ক দুর্ঘটনায় চালক-হেলপার নিহত
পরবর্তী নিবন্ধআজ বিশ্ব আবহাওয়া দিবস