রাজ্জাক-সাব্বিরকে নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

দুই টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছেন শ্রীলংকা অধিনায়ক দিনেশ চান্দিমাল। ফলে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেটে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

এ টেস্টে বালাদেশ দলে এসেছে দুটি পরিবর্তন। সানজামুল ইসলামের জায়গায় একাদশে ঢুকেছেন আব্দুর রাজ্জাক। এ নিয়ে ৪ বছর পর জাতীয় দলের জার্সি পরে খেলতে নামছেন তিনি। অভিজ্ঞ এ বাঁহাতি স্পিনার শেষ টেস্ট খেলেন ২০১৪ সালে, এ শ্রীলংকার বিপক্ষেই।

আর মোসাদ্দেক হোসেনের জায়গায় এসেছেন সাব্বির রহমান। টি-টোয়েন্টি সিরিজের কথা মাথায় রেখে তাকে দলে ভেড়ানো হয়েছে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, ‍মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম , আব্দুর রাজ্জাক ও মোস্তাফিজুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধআজ খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়
পরবর্তী নিবন্ধকামাল ও শরফুদ্দিনকে বিশেষ আদালতে নেয়া হয়েছে