‘রাজা বাবু’র বিনিময়ে ‘তোমাকে চাই’

পপুলার২৪নিউজ ডেস্ক:

সাফটা চুক্তির আওতায় ১৭ মার্চ বাংলাদেশে মুক্তি পাচ্ছে কলকাতার ছবি ‘তোমাকে চাই’। বিনিময়ে ভারত যাচ্ছে বাংলাদেশের ছবি ‘রাজা বাবু’। কলকাতার দুই প্রযোজনা প্রতিষ্ঠান ভেঙ্কটেশ ফিল্মস ও সুরিন্দার ফিল্মস যৌথভাবে নির্মাণ করেছে ‘তোমাকে চাই’ ছবিটি। এটি পরিচালনা করেছেন রাজীব কুমার। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। ‘রাজা বাবু’ নির্মাণ করেছেন বদিউল আলম খোকন। এই ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। ভারতে ছবির পরিবেশনায় আছে অজয় এন্টারপ্রাইজ। ‘তোমাকে চাই’ বাংলাদেশে আমদানি করেছে তিতাস কথাচিত্র। এ প্রতিষ্ঠানের কর্ণধার আবুল কালাম বলেন, “সাফটা চুক্তির নীতিমালা মেনেই ‘তোমাকে চাই’ ছবিটি আমদানি করা হয়েছে। ১৭ মার্চ দেশের ৪২টি সিনেমা হলে এটি মুক্তি দেওয়া হবে। ইতোমধ্যে ভারতের দর্শকদের প্রশংসা কুড়িয়েছে ছবিটি। এদেশের দর্শকের কাছেও এটি ভালো লাগবে বলে আমাদের ধারণা। এ কারণে ছবির সাফল্যের বিষয়ে আমরা দারুণ আশাবাদী।”

এই বিনিময়ের পরই সাফটা চুক্তির আওতায় ২৪ মার্চ বাংলাদেশে মুক্তি পাবে ‘হরিপদ ব্যান্ডওয়ালা’। পক্ষান্তরে ভারত যাচ্ছে বাংলাদেশের ‘নগর মাস্তান’ ছবিটি। যদিও বাংলাদেশ চলচ্চিত্র পরিবেশক সমিতির সভাপতি মিয়া আলাউদ্দিন বলেন, ‘ছবি দুটি দুই দেশের সিনেমা হলে মুক্তি পাবে এটা চূড়ান্ত। তবে এখনো তারিখ নির্ধারণ হয়নি।’ জানা গেছে দু-চার দিনের মধ্যে ‘হরিপদ ব্যান্ডওয়ালা’ সেন্সর বোর্ডে জমা পড়বে। তারপর মুক্তির তারিখ জানানো হবে। তবে আশা করা হচ্ছে আগামী ২৪ মার্চ ছবিটি মুক্তি পাবে। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ ও নুসরাত। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত ‘হরিপদ ব্যান্ডওয়ালা’ পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। অন্যদিকে রাকিবুল ইসলাম রাকিব পরিচালিত ‘নগর মাস্তান’ ছবিতে অভিনয় করেছেন শাহরিয়াজ, জায়েদ খান, পরীমণি। ছবিটি প্রযোজনা করেছেন শফিকুল ইসলাম। সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে এর আগে মুক্তি পেয়েছিল ‘বেপরোয়া’, ‘অভিমান’, ‘বেলাশেষে’, ‘ওয়ান্টেড’, ‘কেলোর কীর্তি’সহ বেশ কিছু চলচ্চিত্র।

 

পূর্ববর্তী নিবন্ধচুমুও খাব, বিকিনিও পরব: পরীমনি
পরবর্তী নিবন্ধ১৬ বছর বয়সেই ১ হাজার পুরুষের শয্যাসঙ্গীনী!