রাজশাহী কিংসের বিপক্ষে ব্যাটিংয়ে ঢাকা ডায়নামাইটস

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হয়েছে ঢাকা ডায়নামাইটস এবং রাজশাহী কিংস। ঢাকা আজই শেষ চার নিশ্চিত করতে চায়।

অন্যদিকে রংপুর রাইডার্সকে পেছনে ফেলে ৪ নম্বর জায়গাটি দখল করতে চায় রাজশাহী কিংস।এই সমীকরণে দাঁড়িয়ে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ শনিবার দিনের দ্বিতীয় খেলায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সাকিব আল হাসানের দল ঢাকা ডায়নামাইটস। পয়েন্ট তালিকায় ঢাকার অবস্থান এখন ৩ নম্বরে।

আজকের ম্যাচে রাজশাহী কিংস পাচ্ছে না নিয়মিত অধিনায়ক ড্যারেন স্যামিকে। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে তিনি বিপিএল থেকে ছুটি নিয়ে নিজ দেশে ফিরে গেছেন। তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক মুশফিকুর রহিম।

পূর্ববর্তী নিবন্ধ‘অপশক্তিকে রুখতে পারলে সোনার বাংলা গড়া সম্ভব’
পরবর্তী নিবন্ধবাংলাদেশে জঙ্গিদের মাথাচারা দিয়ে ওঠার সুযোগ নেই : র‌্যাব ডিজি