রাজশাহী কলেজ শিক্ষকের সাত বছরের কারাদণ্ড

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:

চেক জালিয়াতির অভিযোগে দায়েরকৃত মামলায় রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষক শিরিন সুফিয়া খাতুনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রাজশাহী মহানগর দায়রা জজ আদালত ১ এর বিচারক মাহমুদুল হাসান নাজির মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগোড়ায় উপস্থিত ছিলেন। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের সহকারী পাবলিক প্রশিকিউটার বিশ্বজিত রায় রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, শিরিন সুফিয়া খাতুনের বিরুদ্ধে তাঁর ভাই ওবাইদুল মুক্তাদির চেক জালিয়াতির অভিযোগে একটি মামলা করেছিলেন। ওই মামলায় আদালত মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাঁকে সাত বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এদিকে, রাজশাহী কলেজ সূত্র জানায়, শিরিন সুফিয়া খাতুন রাজশাহী নগরীর নওদাপাড়ায় অবস্থিত সরকারি বরেন্দ্র কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষক। তবে সেখান থেকে তিনি সংযুক্তি হিসেবে রাজশাহী কলেজে শিক্ষকতা করেন।

পূর্ববর্তী নিবন্ধউন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই-নাসিম
পরবর্তী নিবন্ধশওকত আজিজ রাসেলের তিন মাসের জামিন