রাজবাড়ীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই চরমপন্থী নেতা নিহত হয়েছেন।

শনিবার ভোর ৪টার দিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের দুর্গম পদ্মার রাখালগাছি চরে এ বন্দুকযুদ্ধ হয়।

নিহতরা হলেন, নিষিদ্ধ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) নেতা পাবনার বাপ্পী (৩৪) ও তার সহযোগী রাজবাড়ীর বরাত ইউনিয়নের সাভার গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে লালন (৩৫)।

এসময় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার এসআই আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদে ভোরে র‌্যাব-৮ এর একটি দল ঘটনাস্থলে অভিযানে যায়। এ সময় উপস্থিতি টের পেয়ে চরমপন্থী গ্রুপের সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে।

এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

এসময় সেখান থেকে একটি বিদেশী পিস্তল, দুইটি ওয়ান শ্যুটার গান,একটি একে-২২ বন্দুক, সাত রাউন্ড গুলি ও দুইটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছে। তারা হলেন- ল্যান্স কপোর্রাল হুরুন ও পিসি সিরাজ।

স্থানীয় ইউপি সদস্য লোকমান হোসেন জানান, ভোরে প্রায় শতাধিক গুলির শব্দ শুনে তারা আতঙ্কিত হয়ে পদ্মার পড়ে যান। সেখানে গিয়ে বন্দুকযুদ্ধে দু’জন নিহত হয়েছেন বলে জানতে পারেন।

পূর্ববর্তী নিবন্ধবৃষ্টিতে পরিত্যক্ত ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ
পরবর্তী নিবন্ধএকযোগে বিশ্বের ৭৪ দেশে সাইবার হামলা