রাজধানীতে পিটিয়ে হত্যা করা যুবকের পরিচয় মিলেছে

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

রাজধানী ঢাকার পরীবাগে পিটিয়ে হত্যা করা যুবকের পরিচয় পাওয়া গেছে। তার নাম মো. জনি। তিনি মুন্সীগঞ্জের সিরাজদীখানের রাজনগরের আব্দুল কুদ্দুছের ছেলে।

গতকাল রবিবার রাতে পুলিশ পরীবাগের সাকুরা বারের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় জনিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ সোমবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে গিয়ে জনির লাশ শনাক্ত করেন তার ভাই নয়ন।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত জনি ঢাকার ২১ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। এ ছাড়াও তিনি ওই ওয়ার্ডে সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। সূত্র আরো জানায়, শাহবাগ থানার পাশে ফুলের ব্যবসা করত জনি।

এ ব্যাপারে জানতে চাইলে পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার আজিমুল হক বলেন, এ ঘটনায় সাকুরা বারের কর্মকর্তা-কর্মচারীসহ ৪৪ জনকে আটক করা হয়েছে। তাদের শাহবাগ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে পুলিশ বলছে, গত রাতে জনিকে মারতে মারতে সাকুরা বার থেকে নিচে নামাতে দেখেছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। তাকে পিটিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে।

পূর্ববর্তী নিবন্ধ‘বস ২’র টিজার প্রকাশ
পরবর্তী নিবন্ধপাগনার হাওরের আধপাকা ধান বাঁধ ভেঙে ডুবে গেছে