রাঙ্গামাটিতে দেয়াল ধসে ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
রাঙ্গামাটিতে পাকাবাড়ি নির্মাণের সময় পাশের পাহাড়ের পাকা দেয়াল ধসে ঘটনাস্থলেই বাড়ির মালিকসহ তিনজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে শহরের কলেজগেটের মন্ত্রিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ওই এলাকায় পাহাড়ের খাদে নির্মিত দ্বিতল বিশিষ্ট একটি পাকাবাড়ির পেছনে পাহাড় ঘেঁষে গর্ত খুঁড়ে আরেকটি কক্ষ নির্মাণের কাজ চলছিল। এসময় পাশের পাহাড়ের পাকা সীমানা প্রাচীরটি হঠাৎ ধসে পড়ে।

খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে উদ্ধারের জন্য দুর্ঘটনাস্থলে যায়।

এসময় স্থানীয়দের সহায়তায় মো. ফারুক (৪০) নামে এক নির্মাণ শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এরপর বাড়ির মালিক মো. শামসুল আলমকে (৪০) এবং অপর দুই নির্মাণ শ্রমিক কালু মালাকার (৩৪) ও হানিফ ফরাজিকে (৪২) উদ্ধার করা হয়।

পরে তাদের রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

এদিকে চাপাপড়া চারজনকে উদ্ধারের পর অভিযান সমাপ্ত করেন উদ্ধারকর্মীরা।

পূর্ববর্তী নিবন্ধসুখী-সমৃদ্ধ দেশ গড়তে একযোগে কাজ করুন : রাষ্ট্রপতি
পরবর্তী নিবন্ধপ্যারিসে আইএমএফ কার্যালয়ে চিঠি বোমা, আহত ১