রমেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার হয়েছে।

রোববার সকাল ৮টার দিকে এ ঘোষণা দেয়া হয়।

ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. ফারান আকতার জানান, চার দফা দাবি মেনে নেয়ার আশ্বাসে অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।

হাসপাতাল পরিচলক ডা. মওদুদ হোসেন জানান, এখন হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক। চিকিৎসকরা নিজ নিজ কাজে যোগ দিয়েছেন।

এর আগে শনিবার সন্ধ্যায় চিকিৎসকদের নিরাপত্তাসহ ৪ দফা দাবিতে পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ করে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা।

দাবিগুলো হল, ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তার নিশ্চয়তা, হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের অ্যাটেনডেন্টদের দুপুরের ১২টার পর ছাড়া ওয়ার্ডে প্রবেশ নিষিদ্ধ, দিনে ও রাতে প্রতিটি ওয়ার্ডে নিরাপত্তা প্রহরী নিয়োগ এবং হাসপাতাল চত্বরে পুলিশ ক্যাম্প স্থাপন।

পূর্ববর্তী নিবন্ধদেহে পানির অভাবের কিছু লক্ষণ
পরবর্তী নিবন্ধস্মার্টফোন রেডমি-ফোরএক্স এনেছে শাওমি