নিজস্ব প্রতিবেদক
বহুল আলোচিত ২০০১ সালে রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা তাজ উদ্দিন ও জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট।সাজাপ্রাপ্ত অন্য আসামিদের ১০ বছর করে সাজা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ দ্বিতীয় দিনের মতো বেলা সাড়ে ১১টা থেকে এই রায় ঘোষণা শুরু করেন।
এর আগে গত বৃহস্পতিবার (৮ মে) প্রথম দিন মামলার সাক্ষ্য ও জেরাসহ অংশিক রায় পাঠ করেন এবং বাকী অংশ ঘোষণার জন্য ১৩ মে দিন ঠিক করেন হাইকোর্ট। তারই ধারাবাহিকতায় আজ রায় ঘোষণা করছেন আদালত।
রায় ঘোষণার শুরুতে আদালত বলেন, রায়ে এদিন ঘটনা ও সাক্ষী পর্যালোচনা করা হবে। বাকিটা (রায়) পরবর্তী তারিখে হবে। এ সময় আসামিপক্ষের আইনজীবী এস এম শাহজাহান বলেন, ‘তাহলে রায়ের আদেশ অংশ (সিদ্ধান্ত) আজ হচ্ছে না?’ তখন আদালত বলেন, ‘ আজ বৃহস্পতিবার আদেশ অংশ হচ্ছে না।’।
এর আগে আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিলের ওপর শুনানি শেষে গত ১৮ ফেব্রুয়ারি হাইকোর্ট মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন। এরপর গত ৩০ এপ্রিল বিষয়টি আদেশের জন্য আদালতের কার্যতালিকায় ওঠেছিল। সেদিন আদালত রায়ের জন্য বৃহস্পতিবার (৮ মে) দিন ঠিক করেন।