রংপুরে কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক উন্নয়ন সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি

কর্মসংস্থান ব্যাংকের রংপুর ও দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ,শাখা ব্যবস্থাপক ও দ্বিতীয় কর্মকর্তা এবং কুড়িগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ,শাখাব্যবস্থাপক ও মাঠ কর্মীদের অংশ গ্রহণে ২৩ মে ২০২৫ তারিখ শুক্রবার “ব্যবসায়িক উন্নয়ন সভা-২০২৫” বেগম রোকেয়া মিলনায়তন, আরডি আর এস, রংপুরে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, প্রধান কার্যালয়ের নিরীক্ষা মহাবিভাগের মহাব্যবস্থাপক মোঃ আমিরুল ইসলাম। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংক প্রধান কার্যালয়ের ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক মো: মশিউর রহমান, ঋণ আদায় বিভাগের উপমহাব্যবস্থাপক মুহঃ আকতার হোসেন প্রধান এবং শাখা নিয়ন্ত্রণ বিভাগের উপমহাব্যবস্থাপক মনোজ রায়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোঃ মুখলেছুর রহমান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে সকলকে সঠিক গ্রাহক নির্বাচনের মাধ্যমে গুণগতমান সম্পন্ন ঋণ বিতরণের পরামর্শ প্রদান করেন। পাশাপাশি অর্থবছরের অবশিষ্ট সময়ে ব্যবসায়িক লক্ষ্যমাত্রার শতভাগ অর্জনে সকলকে সচেষ্ট হওয়ার আহবান জানান। এছাড়া তিনি সকলকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার ও পরামর্শ প্রদান করেন।

ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে ঋণ বিতরণ, ঋণ আদায় শতভাগ অর্জনের পাশাপাশি খেলাপি ঋণ আদায়, শ্রেণিকৃত ঋণ আদায় সহ আদায়যোগ্য ঋণের বিপরীতে আদায়ের হারে লক্ষ্যমাত্রা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। চলতি অর্থবছরে কর্মদিবস আর খুবই স্বল্প উল্লেখ করে তিনি এ কয়েকটি দিন কঠোর পরিশ্রমের মাধ্যমে সকল সূচকে ঘাটতি পূরণের পরামর্শ প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধশপথ কেবল একটা ফরমালিটি : ইশরাক হোসেন
পরবর্তী নিবন্ধঅবশেষে গাজায় ঢুকলো ত্রাণ, ২ দিনে অনাহারে আরও ২৯ মৃত্যু