রংপুরের সিটি কর্পোরেশন নির্বাচনের পর জাতীয় নির্বাচনের প্রস্তুতি: এরশাদ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের পর জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ায় মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় পার্টি।

গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেম শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। একই সঙ্গে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরেরও নির্দেশ দেন।

ট্রাম্পের ওই ঘোষণার প্রতিবাদে আরব বিশ্বসহ সারা পৃথিবীতেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনা ঘটে ইসরাইল নিয়ন্ত্রিত গাজাসহ বিভিন্ন স্থানে। এসব সংঘর্ষে কয়েকজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক।

 

পূর্ববর্তী নিবন্ধ‘জয়-বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণার শুনানি ১৮ জানুয়ারি
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপের প্রস্তাব লেবাননের