রংপুরকে ১৫৯ রানের টার্গেট দিল খুলনা

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বিপিএলের চট্টগ্রাম পর্বের আজ প্রথম দিনের প্রথম ম্যাচেই দাপট দেখাল রংপুর রাইডার্সের পেসাররা। ৪ পেসার মিলে তুলে নিলেন ৭উইকেট।

অপরদিকে খুলনার হয়ে একাই লড়লেন অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ। অর্ধশতাধিক রানের ইনিংস খেলে দলকে এনে দিলেন লড়াকু স্কোর। নির্ধারিত ২০ ওভারে মাহমুদ উল্লাহর দলের সংগ্রহ দাঁড়াল ৮ উইকেটে ১৫৮ রান।চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ শুক্রবার টসে জিতে খুলনা টাইটানসকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় মাশরাফি বাহিনী। খুলনার দলীয় ১৪ রানেই প্রথম আঘাত হানেন সোহাগ গাজী। তার বলে সরাসরি বোল্ড হয়ে যান রুশো (১১)। ১০ রানের ব্যবধানে দ্বিতীয় আঘাত হানেস গতি তারকা রুবেল হোসেন। গতির তোড়ে উড়ে যায় আফিফ হোসেনের (৯) স্টাম্প। দ্রুত ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় খুলনা টাইটানস।

অপর ওপেনার নাজমুল হোসেন শান্তকে নিয়ে প্রতিরোধের চেষ্টা করেন অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ। শান্তকে (২০) রুবেল হোসেনের তালুবন্দি করে প্রতিরোধ ভাঙেন রংপুর অধিনায়ক মাশরাফি। খুলনার দূর্গে চতুর্থ আঘাত হানেন লঙ্কান গতিদানব লাসিথ মালিঙ্গা। তার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন নিকোলাস পুরান (১৬)। তবে বরাবরের মত দারুণ ব্যাটিং করে হাফ সেঞ্চুরি তুলে নেন মাহমুদ উল্লাহ।

৩৬ বলে ৫৯ রান করা মাহমুদ উল্লাহকে নাহিদুল ইসলামের ক্যাচে পরিণত করেন রুবেল হোসেন। রংপুরের এই পেসার নিয়েছেন ৩৫ রানে ৩ উইকেট লঙ্কান পেসার মালিঙ্গাও নিয়েছেন ২৭ রানে ২ উইকেট। মাশরাফি, সোহাগ গাজী এবং থিসারা পেরেরা নিয়েছেন ১টি করে উইকেট।

পূর্ববর্তী নিবন্ধরবি-সোমবার সব সরকারি কলেজে কর্মবিরতি
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগ সরকারকে হুমকি দিয়ে লাভ নেই: বাণিজ্যমন্ত্রী