যুবলীগ নেতা টিপু হত্যা : জিতুকে জামিন দেননি আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যা মামলার অন্যতম আসামি ইমরান হোসেন জিতুকে জামিন দেননি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সোমবার (২১ আগস্ট) বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পি। আসামি জিতুর পক্ষে শুনানি করের আইনজীবী আব্দুর নূর দুলাল।

২০২২ সালের ২৪ মার্চ রাতে খিলগাঁও রেলগেটের কাছে টিপুর গাড়িতে হামলা চালানো হয়। মোটরসাইকেলে আসা এক ব্যক্তি যানজটে আটকে পড়া টিপুর গাড়ির কাছে এসে তাকে গুলি করেন। হামলাকারীর এলোপাতাড়ি গুলিতে সেসময় গাড়ির পাশে থাকা রিকশার আরোহী কলেজছাত্রী প্রীতিও মারা যান। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর ওইদিন রাতেই টিপুর স্ত্রী স্থানীয় নারী ওয়ার্ড কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন।

এ মামলায় চার্জশিট দাখিল করা পর্যন্ত জিতুকে জামিন দেন হাইকোর্ট। পরে ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে গত বছরের ৫ ডিসেম্বর হাইকোর্টের জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। পাশাপাশি রাষ্ট্রপক্ষের আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়।

পরবর্তী সময়ে চেম্বার আদালতের স্থগিতাদেশ তুলে জিতুকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগের দুই নম্বর বেঞ্চ। কিন্তু এর দুইদিন পর স্বীকারোক্তিমূলক জবানবন্দির তথ্য গোপন করে জিতু জামিন নিয়েছেন— এমন একটি তথ্য রাষ্ট্রপক্ষের মাধ্যমে আপিল বিভাগের নজরে আনা হলে জিতুকে দেওয়া আগের জামিন আদেশ প্রত্যাহার করে চেম্বার আদালতের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। এখন আসামি জিতুকে কারাগারেই থাকতে হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধমেক্সিকোতে তাণ্ডবের পর ক্যালিফোর্নিয়ায় আঘাত হেনেছে হিলারি
পরবর্তী নিবন্ধআজ রক্তাক্ত ২১ আগস্ট