পপুলার২৪নিউজ ডেস্ক:
বিভিন্ন প্রতিষ্ঠানে হ্যাকিং ও লাখ লাখ ক্রেডিট কার্ডের নম্বর চুরি করে বিশেষ বিশেষ ওয়েবসাইটে তা বিক্রির দায়ে রাশিয়ান পার্লামেন্ট মেম্বারের এক সদস্যর ছেলে রোমান ভেলেরি সেলেজনেভকে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। এ ছাড়াও তার হ্যাকিংয়ের কারণে যেসব প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হয়েছে তাদেরকে ১৭০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের এক ফেডারেল বিচারক এ রায় দেন।
সেলেজনেভ ২০০৯ সালের অক্টোবর থেকে ২০১৩ সালের অক্টোবর তিনি ৫০০টি ব্যবসাপ্রতিষ্ঠানে হ্যাক করেন এবং সেখানে ম্যালওয়ার স্থাপনের মাধ্যমে ওয়াশিংটন স্টেট এ থাকা রেস্টুরেন্ট আর পিজ্জা পার্লারসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে থাকা ক্রেডিট কার্ড নম্বর হাতিয়ে নেন। এরপর ওই ক্রেডিট কার্ড নম্বরগুলো বিভিন্ন বিশেষ ওয়েবসাইটের কাছে বিক্রি করে দেন তিনি। আর ক্রেতারা ওই কার্ড নম্বরগুলো ব্যবহার করে জালিয়াতিমূলক কেনাকাটা করেন।
২০১৪ সালে সেলেজনেভকে মালদ্বীপ থেকে আটক করা হয়। সেলেজনেভ এর বাবা ভ্যালেরি সেলেজনেভ রাশিয়ান পার্লামেন্ট এর একজন সদস্য।
সাজা ঘোষণার আগে নিজের স্বাস্থ্য অবস্থার কথা বিবেচনা করার (২০১১ সালে মরক্কোতে এক বোমা হামলায় আহত হয়েছিলেন) জন্য বিচারকের কাছে আবেদন জানিয়েছিলেন সেলেজনেভ। তার কর্মকাণ্ডর কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছেও ক্ষমা চান তিনি। কিন্তু বিচারক তাতে সাড়া দেননি।
সাজা ঘোষণার পর সেলেজনেভের আইনজীবী তার মক্কেলের হাতে লেখা একটি বিবৃতি পড়ে শোনান। বিবৃতিটি এমন : ‘যুক্তরাষ্ট্র সরকারের এ সিদ্ধান্তটি পুরো বিশ্বের কাছে স্পষ্ট বার্তা দিচ্ছে যে আমি একজন রাজনৈতিক বন্দি। যুক্তরাষ্ট্র আমাকে অপহরণ করেছে। এখন তারা আমাকে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করে বিশ্বের কাছে একটি বার্তা পাঠাতে চাইছে। গণতান্ত্রিক দেশের বিচারব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্র আজ রাশিয়ার ভ্লাদিমির পুতিন কিংবা বিশ্বের যেকোনো সরকারের কাছে যে বার্তা পাঠাচ্ছে তা প্রদর্শনের এটি সঠিক পথ নয়। ‘