যাত্রীর স্যান্ডেল-প্যান্টে ৭ স্বর্ণের বার, আটক ২

পপুলার২৪নিউজ ডেস্ক :

বেনাপোল চেকপোস্টে যাত্রীর স্যান্ডেল ও প্যান্টের ভেতর থেকে সাত স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এসময় দুইজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা।

শুক্রবার সকাল সাড়ে সাড়ে ৭টার দিকে কাস্টমস গেটের ভেতর থেকে ভারতে পাচারের সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মিজানুর রহমান (৪২) মুন্সীগঞ্জ জেলার বর্নিয়ান আশুলিয়ার চর গ্রামের আ. মান্নান মিয়ার ছেলে ও মাহবুব আলম (৪১) কুমিল্লার চান্দিনা থানার আ. মান্নানের ছেলে।

শুল্ক গোয়েন্দার ডেপুটি কমিশনার মোহাম্মাদ আব্দুস সাদিক  জানান, গোপন সূত্রে খবর পেয়ে বেনাপোল চেকপেস্ট কাস্টমসে ওঁৎ পেতে থেকে তাদের আটক করা হয়।

পরে তাদের দেহ তল্লাশি করে স্যান্ডেল ও প্যান্টের ভেতর লুকানো থাকা ৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩৫ লাখ টাকা।

উদ্ধারকৃত স্বর্ণ বেনাপোল শুল্ক গুদামে জমা করা হবে বলে জানান ডেপুটি কমিশনার।

পূর্ববর্তী নিবন্ধসরাসরি বিশ্বকাপ খেলায় অনিশ্চিত আর্জেন্টিনা
পরবর্তী নিবন্ধকুষ্টিয়ায় আ. লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১