যশোরে দু’গ্রুপের ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

যশোরে দুই সন্ত্রাসী গ্রুপের ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহত ব্যক্তি সন্ত্রাসী বাহিনীর সদস্য।

রোববার ভোরে যশোর সদর উপজেলার রঘুরামপুর গ্রামে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। তবে নিহতের নাম-পরিচয় এখনও সনাক্ত করা যায়নি।

ঘটনাস্থল থেকে একটি দেশি তৈরি ওয়ানশুটার গান, এক রাউন্ড গুলি, পাঁচটি গুলির খোসা, পাঁটটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার এসআই খবির উদ্দিন জানান, ভোরে পুলিশ খবর পায় যশোর সদর উপজেলার রঘুরামপুর গ্রামে দু’দল সন্ত্রাসী বন্দুকযুদ্ধে লিপ্ত হয়েছে।

এ খবরে পুলিশ সেখানে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় এক সন্ত্রাসীর লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এর আগে শনিবার ভোরে যশোরে পৃথক স্থান থেকে অজ্ঞাত পরিচয় চার ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। এদিন যশোর সদর ও ঝিকরগাছা উপজেলা থেকে এই চারটি লাশ উদ্ধার করা হয়।

একইসঙ্গে ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলিসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে নিহত চার ডাকাতের নাম-পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে একই যন্ত্রে ধানের চারা রোপন ও দানাদার ইউরিয়া সার প্রয়োগ কৃষকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে
পরবর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২