যম্মুতে শিশু ধর্ষণ ও হত্যার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেফতার

পপুলার২৪নিউজ ডেস্ক :

ভারতের জম্মু থেকে আশি কিলোমিটার দূরে কাথুয়া জেলায় গত মাসে একটি যাযাবর পরিবারের আট বছরের শিশুকন্যা হারিয়ে গেলে তারা থানায় জিডি করেন। তাকে খুঁজে বের করার দায়িত্ব যাদের দেয়া হয়েছেল, তাদের মধ্যে তরুণ পুলিশ কর্মকর্তা দীপক খুজারিয়াও ছিলেন।

কিন্তু এখন জানা গেল, হেরা নগর থানায় কর্মরত স্পেশাল পুলিশ কর্মকর্তা (এসপিও) দীপকের হাতেই ওই শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। পুলিশের অপরাধ শাখার বিশেষ তদন্ত দল শনিবার তাকে গ্রেফতার করেছে।-খবর এনডিটিভি

গত ১০ জানুয়ারি রাসানা গ্রামে ঘোড়া চরানোর সময় শিশুটিকে অপহরণ করা হয়েছিল। সাতদিন পর তার বিকৃত শরীর উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়, শিশুটিকে একাধিকবার ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

এ খবর জানার পর দোষীদের গ্রেপ্তারের দাবিতে ২১ জানুয়ারি যাযাবর সম্প্রদায়ের লোকজন থানার সামনে অবস্থান ধর্মঘট শুরু করলে পুলিশ তাদের লাঠিপেটা করে সরিয়ে দেয়।

দীপকই প্রথম তাদের লাঠিপেটা শুরু করেছিল। পরে অপরাধ শাখার বিশেষ একটি দল মামলার তদন্ত করে দীপক এবং আরও এক কিশোরকে গ্রেপ্তার করে।

পূর্ববর্তী নিবন্ধব্যাটিং ব্যর্থতায় লজ্জার হার বাংলাদেশের
পরবর্তী নিবন্ধরোহিঙ্গাদের খবর নিতে কক্সবাজারে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী