ম্যান অব দ্য সিরিজ সাকিব

পপুলার২৪নিউজ ডেস্ক:
শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যান অব দ্য সিরিজ হয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।

পি সারা ওভালে বাংলাদেশের শততম টেস্টে সেঞ্চুরি হাঁকান সাকিব আল হাসান। তার সেঞ্চুরিতেই লিড পেয়েছিল বাংলাদেশ।

তার আগে শ্রীলংকার প্রথম ইনিংসে শিকার করেন ২টি উইকেট।

এদিকে শ্রীলংকার দ্বিতীয় ইনিংসেও বল হাতে উজ্জ্বল ছিলেন সাকিব। ৪টি উইকেট নিয়ে শ্রীলংকাকে কম রানে আটকে রাখেন সাকিব। আর ব্যাট হাতে করেন ১৫ রান।

প্রথম টেস্টেও বল হাতে ৩ উইকেট পেয়েছিলেন সাকিব। আর রান করেছিলেন ৩১টি।

দুই টেস্ট মিলিয়ে মোট ৯ উইকেট এবং ১৬২ রান করার সুবাদে ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন সাকিব।

এর আগে প্রথম ইনিংসের শুরুর দিকে অনেকটা ওয়ানডে স্টাইলে ব্যাট করেন সাকিব। এনিয়ে ব্যাপক সমালোচনা হয়। পরে ওই ইনিংসেই সেঞ্চুরি তুলে নেন সাকিব।

এরপর সমালোচকদের একহাত নেন সাকিব আল হাসানের স্ত্রী শিশির। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে সমালোচকদের ধুয়ে দেন সাকিবপত্নী।

‘সাকিবের সেঞ্চুরি দিয়ে তরকারি রান্না করে খাবেন’ ব্যাঙ্গ করে এমন স্ট্যাটাস দেন শিশির।

প্রসঙ্গত, শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে ৪ উইকেটে ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে ২ ম্যাচের টেস্ট সিরিজ ১-১ এ ড্র হল।

পূর্ববর্তী নিবন্ধআগামী জাতীয় নির্বাচনে বিএনপি ব্যর্থ হবে : রেলমন্ত্রী
পরবর্তী নিবন্ধম্যাচসেরা তামিম ইকবাল