ম্যানচেস্টার হামলার ছবি নিয়ে ক্ষোভ

পপুলার২৪নিউজ ডেস্ক:
যুক্তরাজ্যের ম্যানচেস্টারে হামলার ঘটনাস্থলের ফাঁস হওয়া ছবি ও তথ্য প্রকাশ করায় নিউইয়র্ক টাইমস পত্রিকার সমালোচনা করেছে ব্রিটিশ পুলিশ।

কর্মকর্তা বলছেন, এগুলো ফাঁস হওয়ায় পুলিশের তদন্ত কাজকে ক্ষতিগ্রস্ত করছে এবং মার্কিন গোয়েন্দা বাহিনীর সঙ্গে পারস্পরিক আস্থা বিনিময়ের ক্ষেত্রে সংকট তৈরি করছে। খবর বিবিসির।

ফাঁস হওয়া ছবিটিতে বোমার রক্তমাখা টুকরো, ব্যাটারি এবং বিস্ফোরক জাতীয় বস্তু দেখা যায়।

নিউইয়র্ক টাইমস বলছে, বোমাটি তুলনামূলক উচ্চ ক্ষমতাসম্পন্ন।

এছাড়া হামলার বেশকিছু তথ্য মার্কিন বিভিন্ন সূত্র মারফত প্রকাশ করা হয়েছে।

বিষয়টি ব্রিটিশ কর্তৃপক্ষ মোটেই পছন্দ করেনি।

বৃহস্পতিবার ন্যাটোর সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে তথ্য ফাঁসের বিষয়টি ডোনাল্ড ট্রাম্পের সামনে তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাড বলেন, ‘পুলিশ অনুসন্ধান সংক্রান্ত কার্যক্রমের স্বার্থে তথ্যের ক্ষেত্রে তারাই নিয়ন্ত্রণ রাখতে চায়। ফলে এটা অন্যান্য মাধ্যমে প্রকাশিত হলে সেটা অবশ্যই বিরক্তিকর।’

হামলাকারী সালমান আবেদির বিষয়ে তথ্য প্রকাশ করায় এর আগে যুক্তরাষ্ট্রের প্রতি বিরক্তি প্রকাশ করে অ্যাম্বার রাড বলেছিলেন, ‘এমনটা আর কখনোই ঘটা উচিত নয়।’

এরপরও ওই ছবিটি প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস।

এদিকে ম্যানচেস্টার অ্যারেনায় আত্মঘাতী হামলাকারী সালমান আবেদির বাবা এবং ছোট ভাইকে লিবিয়ায় আটক করা হয়েছে।

তার আরেক ভাইকে ম্যানচেস্টার থেকেই আটক করা হয়। সব মিলিয়ে ব্রিটেনের পুলিশ মোট সাতজনকে আটক করেছে।

পূর্ববর্তী নিবন্ধমেহেরপুরে জমির বিরোধে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধনারীকে কটাক্ষ, সাসপেন্ড অভিজিৎ