স্পোর্টস ডেস্ক:
আইপিএলে গেল ১৬ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সুপার ওভারে গিয়ে হারে রাজস্থান রয়্যালস। এর তিনদির পর ১৯ এপ্রিল লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাত্র ২ রানের জন্য হেরে যায় ফ্র্যাঞ্চাইজিটি। পরিস্থিতি দেখে মনে হয়েছিল, দুটি ম্যাচেই জিততে পারতো রাজস্থান। কিন্তু শেষ পর্যন্ত দলটির হেরে যাওয়া অস্বাভাবিক ঠেকেছে রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (আরসিএ) অ্যাডহক কমিটির আহ্বায়ক জয়দীপ বিহানির কাছে।
এরপরই রাজস্থানের বিপক্ষে ম্যাচ পাতানোর অভিযোগ আনেন তিনি। আজ বুধবার এক চিঠিতে জয়দীপ বিহানির এমন অভিযোগের জবাব দিয়েছে রাজস্থান। ফ্র্যাঞ্চাইজিটির দাবি, টিকিট নিয়ে অসন্তোষের কারণেই এমন অভিযোগ বিহানির।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মৌসুমে আগের তুলনায় অনেক কম সংখ্যক টিকিট পেয়েছে আরসিএ। যার ফলে তাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। সাধারণত প্রতিটি ম্যাচে রাজস্থান রয়্যালস আরসিএকে প্রায় ১ হাজার ৮০০ টিকিট দিত। কিন্তু ২০২৫ সালে এই সংখ্যা কমিয়ে ১ হাজার ২০০ তে নামিয়ে আনা হয়েছে।
রাজস্থানের অভ্যন্তরীণ সূত্রের বরাতে বলা হয়েছে, ‘মৌসুম শুরুর আগেই বিসিসিআই আমাদের স্পষ্ট নির্দেশ দিয়েছিল, যেহেতু আরসিএ ভেঙে দেওয়া হয়েছে, তাই আমরা সব ব্যবস্থা নিয়ে রাজস্থান স্টেট স্পোর্টস কাউন্সিলের (আরএসএসসি) সঙ্গে কাজ করবো। আরসিএ অ্যাডহক কমিটির এক অসন্তুষ্ট সদস্য এবং তার সহযোগীরা অতিরিক্ত পরিমাণ টিকিট দাবি করছেন, যা আমরা মেনে নিচ্ছি না। পুরো নাটকের মূল কারণ এটিই।’
রাজস্থান জয়দীপ বিহানির অভিযোগ অস্বীকার করার পর বিসিসিআইয়ের এক কর্মকর্তাও আরসিএ’র বিরুদ্ধে মুখ খুলেছেন।
তিনি বলেন, ‘আরসিএ বর্তমানে ভেঙে দেওয়া হয়েছে। একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে এবং সামনে নির্বাচন থাকায় অনেক নাটক চলছে। সবাই মনোযোগ আকর্ষণ করতে চায়। বিসিসিআই-এর দুর্নীতি দমন ইউনিট সারাক্ষণ কাজ করছে যাতে খারাপ জিনিস ক্রিকেট থেকে দূরে থাকে। এই অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই।’
রাজস্থান ম্যানেজমেন্টও এ বিষয়ে কড়া প্রতিবাদ জানিয়ে বলেছে, ‘আমরা অ্যাডহক কমিটির আহ্বায়কের করা সব অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখান করছি। এ ধরনের প্রকাশ্য মন্তব্য শুধু ভুল এবং বিভ্রান্তিকরই নয় বরং রাজস্থান রয়্যালস, রয়্যাল মাল্টি স্পোর্ট প্রাইভেট লিমিটেড, রাজস্থান স্পোর্টস কাউন্সিল এবং বিসিসিআই-এর সুনাম এবং বিশ্বাসযোগ্যতার ওপরও গুরুতর আঘাত হেনেছে। এটি ক্রিকেটের সততার ওপরও আঘাত।’
রাজস্থান এ পর্যন্ত ৮ ম্যাচের মাত্র ২টি জিতেছে। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে আছে ফ্র্যাঞ্চাইজিটি।