ম্যাচ চলাকালীন দেশে চলে গেলেন দিনেশ চান্দিমাল

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টের মাঝপথেই দেশে ফিরে গেলেন শ্রীলঙ্কার উইকেটরক্ষক ব্যাটার দিনেশ চান্দিমাল। আজ ম্যাচের চতুর্থ দিনে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে গেছেন তিনি।

ম্যাচের তৃতীয় দিনে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে আউট হয়ে গেছেন চান্দিমাল। এরপর আজ দেশে চলে যাওয়ায় তার বদলি হিসেবে অন্য কোনো ক্রিকেটারকে ফিল্ডিং করাবে লঙ্কানরা।

চান্দিমালের দেশে ফেরার বিষয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) এক বিবৃতিতে বলেছে, ‘খেলোয়াড় অবিলম্বে দেশে ফিরে আসবে। শ্রীলঙ্কা ক্রিকেট, তার সতীর্থরা এবং কোচিং স্টাফরা প্রয়োজনে এই মুহূর্তে দিনেশ চান্দিমালকে সম্পূর্ণ সমর্থন করে এবং জনগণকে তার এবং তার পরিবারের গোপনীয়তাকে সম্মান করার অনুরোধ জানায়।’

জানা গেছে, পারিবারিক জরুরি প্রয়োজনে চট্টগ্রাম ছেড়েছেন চান্দিমাল।

পূর্ববর্তী নিবন্ধপ্রবৃদ্ধি কমে ৫ দশমিক ৬ শতাংশ হবে: বিশ্বব্যাংক
পরবর্তী নিবন্ধআগরতলায় সার্ভারে ত্রুটি, আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার বন্ধ