মোহাম্মদপুরে ছুরিকাঘাতে যুবক খুন

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
5রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকায় আসিফ (১৮) নামে এক গ্যারেজ মিস্ত্রিকে ছুরিকাঘাত করে খুন করেছে পাশের গ্যারেজের লোকজন। শনিবার দিবাগত রাত ১টায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আসিফ জেনেভা ক্যাম্পেই পরিবারের সঙ্গে থাকতেন। তিনি স্থানীয় একটি গাড়ির গ্যারেজে কাজ করেন।

কিছুদিন আগে গ্যারেজের পার্টস চুরি হওয়ার পর থেকে পাশের গ্যারেজের শ্রমিক শমসের ও মুন্নার সঙ্গে তার বাক-বিতন্ডা হয়। এর জের ধরে গতরাতে শমসের ও মুন্না আসিফকে অ্যালোপাতারি ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। ওসি বলেন, মৃত্যুল খবর পেয়ে আমার সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান চলছে।

পূর্ববর্তী নিবন্ধআয় বাড়াতে জীবন যাত্রায় যে পরিবর্তন আনতে হয়
পরবর্তী নিবন্ধ১৯ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১