মেসির ফ্রি-কিকে হতভম্ব বিলবাও গোলরক্ষক

পপুলার২৪নিউজ ডেস্ক:
বার্সার হয়ে লা লীগায় প্রথম গোল করলেন পাকো আলকাসের। গোল পেলেন অ্যালেইক্স ভিদালও। এ দু’জনের মাঝে লিওনেল মেসির লক্ষ্যভেদ।

আর তাতেই বার্সেলোনা ৩-০ গোলে হারাল অ্যাথলেটিক বিলবাওকে।

শনিবার ন্যু ক্যাম্পে পাওয়া এই জয়ের সুবাদে কাতালানরা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমিয়ে আনল এক পয়েন্টে। অবশ্য বার্সার চেয়ে রিয়াল দুই ম্যাচ কম খেলেছে।

বার্সার হয়ে ১৮ মিনিটে গোলের খাতা খোলেন পাকো আলকাসের। নেইমারের বাড়ানো বল নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন তিনি।

এরপর ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। তার বাম-পায়ের জাদুকরি ফ্রি-কিক একদমই বুঝতে পারলেন না বিলবাও গোলরক্ষক ইরাইজজ।

দুরূহ কোণ থেকে নেয়া মেসির ফ্রি-কিকটা তাকে হতভম্ব করে জালে জড়িয়ে গেলে ২-০ ব্যবধানে প্রথমার্ধ শেষ করে বার্সা।

এ নিয়ে আর্জেন্টাইন জাদুকর নিজেকে মুকুটে আরেকটি রেকর্ড যুক্ত করলেন। ফ্রি-কিক থেকে ২৭টি গোল করে লীগে নতুন রেকর্ড গড়লেন তিনি। ২৬ গোল করে এ রেকর্ড এতদিন ছিল রোনাল্ড কোম্যানের দখলে।

ম্যাচের ৬৭ মিনিটে ভিদাল শেষ পেরেক ঠুকে দেন বিলবাওয়ের কফিনে।

এ জয়ে বার্সেলোনার পয়েন্ট হল ২১ ম্যাচে ৪৫। ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে দুই ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ।

পূর্ববর্তী নিবন্ধসুরঞ্জিতের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক প্রকাশ
পরবর্তী নিবন্ধশিশুর খিটখিটে মেজাজ হলে করনীয়