মেসির উদযাপনে নেইমারও ছিলেন

পপুলার২৪নিউজ ডেস্ক:
তাশাটা নিমেষেই রূপ নিল উৎসবে, উন্মত্ত উৎসবে। তিন ম্যাচে নিষিদ্ধ থাকায় এল ক্লাসিকোতে মাঠে নামতে পারেননি বার্সেলোনা তারকা নেইমার। রিয়াল-মহারণে তাঁকে মাঠে নামানোর জন্য আবেদন করেও সফল হয়নি বার্সা। মেসি-সুয়ারেজ-রাকিটিচদের সঙ্গী না হতে পারার কষ্টটা ব্রাজিল তারকা ভুললেন দলের জয় উদ্‌যাপনের মাধ্যমে।ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে ফুটবলপ্রেমীরা সাক্ষী হয়েছেন নেইমারের উন্মত্ত-উদ্‌যাপনের। দলের সঙ্গে মাদ্রিদ যাননি। তাই ঘরে বসেই টেলিভিশনে ‘এল ক্লাসিকো’র স্বাদ নিলেন তিনি। মাঠের খেলোয়াড় মাঠে থাকতে না পারলেও আনন্দটা ঠিকই অনুভব করেছেন তিনি।

গ্রামের ভিডিওটা অবশ্য ম্যাচ শেষের নয়। ইভান রাকিটিচের দ্বিতীয় গোলটির পর। রীতিমতো চিৎকার করেই আনন্দের পুরোটুকু অনুভব করলেন নেইমার। ম্যাচ শেষেও মোবাইলে ভিডিও কলের মাধ্যমে গোটা দলের উৎসবের সঙ্গী হয়েছেন আবারও। বার্নাব্যুর ড্রেসিং রুমে দাঁড়িয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকে হারানোর দারুণ উৎসবটা যেন নেইমারের জন্য দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো।
ব্রাজিল অধিনায়কের তাতে সমস্যা নেই। রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়টাই যে আসল।

পূর্ববর্তী নিবন্ধরাস্তার ইট তুলে বিক্রি করলেন চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধআফগান প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানের পদত্যাগ