মৃধার বিরুদ্ধে আরও ৫ অভিযোগপত্র

5পপুলার২৪নিউজ ডেস্ক:

দায়মুক্তি পাওয়া সব কটি মামলাতেই আসামি হচ্ছেন রেলওয়ে পূর্বাঞ্চলের বরখাস্ত হওয়া মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা।  বুধবার তাঁর বিরুদ্ধে আরও পাঁচ মামলায় সম্পূরক অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযোগপত্র অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন, অধিকতর তদন্তে ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় কমিশন তাঁর বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র অনুমোদন দিয়েছে। শিগগিরই বিচারিক আদালতে এসব অভিযোগপত্র জমা দেওয়া হবে।
যেসব মামলায় মৃধার বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়েছে, সেগুলো হলো গুডস সহকারী, সিনিয়র ডেটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, কার্পেন্টার, শরীরচর্চা শিক্ষক, কোর্ট ইন্সপেক্টর নিয়োগে অনিয়ম, জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে করা মামলা। এর আগে গতকাল মঙ্গলবার রেকর্ড সহকারী পদে নিয়োগ দুর্নীতির মামলায় মৃধার বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দেয় দুদক। এসব মামলায় এজাহারভুক্ত আসামি হলে তাঁকে দায়মুক্তি (অভিযোগপত্র থেকে অব্যাহতি) দেয় দুদক।

গত বছরের ৩ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে করা সাত মামলার নথি অধিকতর তদন্তের জন্য দুদকে ফেরত পাঠান। ওই সব মামলায় মৃধাকে অব্যাহতির সুপারিশ করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধরেকর্ড দামে ক্লাব বদল করেছেন যে সব ফুটবলার
পরবর্তী নিবন্ধগুলশানে অগ্নিকাণ্ডের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি ফখরুলের