মূর্তি সরিয়ে ইসলামসহ অন্যান্য ধর্মের প্রতি সম্মান করা হয়েছে: আইনমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে আলোচিত গ্রিকদেবীর ভাস্কর্য অপসারণ করে ইসলামসহ অন্যান্য ধর্মের প্রতি সম্মান করা হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, ‘আমি শুধু আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। এই মূর্তি কি থেমিসের মূর্তি? আমরা এটাকে থেমিসের মূর্তি বললেও এটা থেমিসের আসল মূর্তির রূপ না। আমার কাছে মনে হয় সেটা কোনো মূর্তিই ছিল না। এই মূর্তিটা সরিয়ে বরং ইসলামসহ অন্যান্য ধর্মের প্রতি সন্মান করা হয়েছে।’

শনিবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

হেফাজত ইসলামসহ বিভিন্ন ইসলামী সংগঠনগুলোর দাবির মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনের পর বৃহস্পতিবার মধ্যরাতে সরিয়ে ফেলা হয় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত গ্রিকদেবীর ওই ভাস্কর্যটি।

পূর্ববর্তী নিবন্ধনওগাঁয় ভণ্ড কবিরাজের ধর্ষণের শিকার গৃহবধূ
পরবর্তী নিবন্ধঅর্থনৈতিক উন্নয়ন নিয়ে সরকার ভুল পরিসংখ্যান দিচ্ছে: ফখরুল