মুশফিক-তাসকিন ফিরছেন টেস্টে, নেই মোস্তাফিজ

2পপুলার২৪নিউজ ডেস্ক:সিরিজের প্রথম ওয়ানডেতেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন মুশফিকুর রহিম। ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজে থাকবেন না সেটা জানাই ছিল, তবে টেস্টে অধিনায়ককে পাওয়া যাবে কি না সেটা নিয়েই ছিল প্রশ্ন। উত্তর মিলেছে আজ, ওয়েলিংটন টেস্টের জন্য ১৫ সদস্যের ঘোষিত দলে আছেন মুশফিকুর। টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা তাসকিন আহমেদও পেয়েছেন সুযোগ। তবে দলে নেই মোস্তাফিজুর রহমান।

সদ্য চোট কাটিয়ে ওঠায় মোস্তাফিজের টেস্ট না খেলার সম্ভাবনাই বেশি ছিল। আবার নিউজিল্যান্ড সফরেই যে তাসকিনের টেস্ট অভিষেক হয়ে যেতে পারে সেটাও জানা ছিল। তবে দলের পেস আক্রমণের ভারটা কার কাছে থাকবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। তাসকিন ছাড়া দলে থাকা অন্য পেসাররা হলেন, রুবেল হোসেন, শুভাশিষ রায় ও কামরুল ইসলাম।

দলে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। নুরুল হাসানও। সদ্য চোট কাটিয়ে ওঠা মুশফিকের ওপর ভার কমানোর চিন্তা থাকলে টেস্ট অভিষেক হয়ে যেতে পারে এই উইকেটকিপার ব্যাটসম্যানেরও।

প্রথম টেস্টের জন্য স্কোয়াড:

মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, মমিনুল হক, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, কামরুল ইসলাম, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, নুরুল হাসান, শুভাশিষ রায়

পূর্ববর্তী নিবন্ধএখনো সমাবেশের অনুমতি পায়নি বিএনপি
পরবর্তী নিবন্ধমারজানের মৃত্যুতে কোণঠাসা হয়ে পড়ছে জঙ্গিরা : স্বরাষ্ট্রমন্ত্রী