মুদ্রার অপর পিঠও দেখে ফেললেন সূর্যবংশী

স্পোর্টস ডেস্ক:

গুজরাট টাইটান্সের বিপক্ষে বৈভব সূর্যবংশী মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে হইচই ফেলে দিয়েছিলেন। পরের ম্যাচেই মুদ্রার অপর পিঠটাও দেখে ফেললেন ১৪ বছর বয়সী কিশোর।

বৃহস্পতিবার (১ মে) মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে রানের খাতাই খুলতে পারলেন না সূর্যবংশী। ২ বল খেলে ০ রানেই সাজঘরে ফিরেছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার দীপক চাহার রাজস্থান রয়্যালসের ইনিংসের প্রথম ওভারেই তাকে আউট করেন।

দীপক চাহারের দুর্দান্ত লেন্থ ডেলিভারি বৈভব সূর্যবংশী বুঝতেই পারেনি। এবং দ্বিতীয় বলেই উইল জ্যাকসের হাতে ধরা পড়ে। গত ম্যাচে সেঞ্চুরি করে হিরো হয়েছিলেন, এবার ডুবলেন হতাশায়।

সূর্যবংশীর শক্তিরই সদ্ব্যবহার করেন দীপক চাহার। আসলে, বৈভব সূর্যবংশী ফুল পিচ বল জোরে মারে এবং দীপক চাহার খুব চালাকির সঙ্গে বলটি অনেক আগে ফেলেছিল। সূর্যবংশী লেন্থ বিচার করলেও, বলটি মারার সময়ে উচ্চতা বুঝতে ব্যর্থ হয়, ফলস্বরূপ বলটি সরাসরি মিড-অনে দাঁড়িয়ে থাকা উইল জ্যাকসের হাতে চলে যায়।

আউট হওয়ার পর সূর্যবংশীকে খুব হতাশ দেখাচ্ছিল। তার মুখে কান্নার ছাপ ছিল। বৈভব ইনিংসের শুরুতে আউট হওয়ার পরেই, বিস্ময়কর ভাবে স্টেডিয়ামে এক নীরবতা নেমে এসেছিল। রাজস্থান রয়্যালসের প্রধান কোচ রাহুল দ্রাবিড়, যিনি গত ম্যাচে বৈভবের সেঞ্চুরি উদযাপন করেছিলেন হুইলচেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে, ডাগআউটে তাকেও বেশ হতাশ দেখাচ্ছিল।

পূর্ববর্তী নিবন্ধএশিয়া ও আফ্রিকার তিন দেশে ৪টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা
পরবর্তী নিবন্ধনার্ভাস হয়ে আনুশকাকে উদ্ভট প্রশ্ন, নিজেকে ‘গাধা’ বললেন বিরাট!