মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক:

স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেড। ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন,এম.পি এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় পরিচালক আবদুল বাছেত খান ও মোহাম্মদ দেলোয়ার হোসেন, ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম , খন্দকার আতাউর রহমান, অরুণ কান্তি পাল, জিএম অশোক কুমার সিংহ রায়, মো. শফিকুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর, আবুল খায়ের, খান ইকবাল হোসেন, আবদুর রহিম, গোলাম মর্তুজা, মো. মজিবর রহমান, শহিদুল্লাহ সরকার, সালমা বানু, ওয়াহিদা বেগম, শওকত আলী খান, ইয়াছমিন বেগম, সিএফও শওকত জাহান, এফসিএমএ, সকল ডিজিএম, সিবিএর সভাপতি শাহ আলম ও সেক্রেটারি মহিউদ্দিনসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে বিনা মূল্যে যাত্রী পরিবহন শুরু করেছে বিআরটিসি
পরবর্তী নিবন্ধরাতে হাতিরঝিল ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী