মুকসুদপুরে ৮০টি প্রকল্প মাটির কাজ চলছে

পপুলার২৪নিউজ দেলোয়ার হোসেন মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলায় ৮০টি প্রকল্প মাটির কাজ চলছে। ৪০দিনের দারিদ্র্য বিমোচন প্রকল্প বাস্তবায়ন কর্মসূচি, রাস্তারসহ বিভিন্ন উন্নয়নের মধ্যে দিয়ে ১৬/১৭অর্থ বছরে ২কোটি ৫১লক্ষ টাকার বরাদ্দ হয়েছে। মুকসুদপুর উপজেলায় ১৬টি ইউনিয়ন ৮০টি প্রকল্প হতদরিদ্র পুরুষ,মহিলা ৩ হাজার ১৪৮ জন দারিদ্র্য বিমোচন শ্রমিকরা কাজ করার সুযোগ পেয়েছে রাস্তার দুধারে ভাঙ্গাচুরা মাটি দিয়ে ভরাট ও নতুন রাস্তা নির্মান করছে। দৈনিক প্রতিজন শ্রমিক মুজরী ২শ টাকা করে। ১শ৭৫টাকা সপ্তা শেষে ব্যাংকের নিজ অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করবে বাকী টাকা ব্যাংকে জমা থাকবে প্রকল্প শেষে উত্তোলন করবেন। উপজেলা একটি এট্যাক কমিটি গঠন হয়েছে স্থানীয় সংসদ সদস্যকে প্রধান উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান আশ্রাফুল আলম শিমুল উপদেষ্টা সদস্য ২২সদস্য করে উপজেলা নির্বাহী অফিসার আবু নইম মোহাম্মাদ মারুফ খান সভাপতি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম আবু আব্দুলাহ বায়েজিত সদস্য সচিব উপজেলা বিভিন্ন দপ্তরে অফিসারসহ ২২ সদস্য কমিটি একটি টিম তদারকী করছে। উপজেলা ঘুরে দেখা যায় পশারগাতী ইউনিয়ান কৃষ্ণদিয়া গ্রামে মৃধাপাড়া থেকে জামে মসজিদ পর্যন্ত কাচা রাস্তার ৩৬ জন শ্রমিকরা কাজ করছে। হতদরিদ্র শ্রমিক সোহরাব হোসেন জানায় প্রতিদিন আয়ের একটা উৎস হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবনানীতে ছাত্রী ধর্ষণ :বিল্লাল ও রহমত আলীর রিমান্ড মঞ্জুর
পরবর্তী নিবন্ধঢাবি সিনেট নির্বাচন:নীল দলের উপাচার্য বিরোধীদের প্রার্থীতা বাতিল