মুকসুদপুরে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি, মেহের মামুন,পপুলার২৪নিউজ:
গোপালগঞ্জের মুকসুদপুরে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ রবিবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে এসজে উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল। উপজেলা সহকারি কমিশনার ভূমি মোহাম্মাদ মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসজে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল চন্দ্র মন্ডল ও অন্যান্য স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষক বৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভূইয়া। প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন কাশিয়ানী উপজেলার সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান, কাশিয়ানী এম এ খালেক ডিগ্রি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সমীর কুমার সাহা, কাশিয়ানী পিঙ্গুলীয়া ছিদ্দিকীয়া ফাজিল মাদরাসার গণীত প্রভাষক নুর আলম, কাশিয়ানীর বাথানডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুফতী হেলাল, কাশিয়ানীর ছৈয়াদুন্নেছা উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার বিষয়ের সহকারী শিক্ষক কানাই লাল। প্রতিযোগিতায় ৫০ টি স্কুল, কলেজ ও মাদরাসা থেকে মোট ১৮৯ জন শিক্ষার্থী অংশগ্রহন করেছে। ৫টি বিষয়ে গনিত, বিজ্ঞান, ভাষা ও সাহিত্য, কম্পিউটার, বাংলাদেশ স্ট্যাডিস ও মুক্তিযুদ্ধ। ৩টি বিভাগে ৬ষ্ঠ শ্রেণী থেকে এইচএসসি পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ১২ জন বিজয়ী শিক্ষার্থীরা পরবর্তীতে জেলা পর্যায়ে অংশগ্রহন করবে ।

পূর্ববর্তী নিবন্ধগরমে শীতল যন্ত্রের চাহিদা বাড়ছে, প্রস্তুত ওয়ালটনে সিলিং ফ্যান
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর ফোন মুশফিক-সাকিবকে