মুকসুদপুরে সাজাপ্রাপ্ত ভুয়া পুলিশ গ্রেফতার

মেহের মামুন, মুকসুদপুর প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

পুলিশ পরিচয়ে নানাবিধ প্রতারণার দায়ে ৩ মামলার সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে মুকসুদপুর থানা পুলিশ। ১৩ সেপ্টেম্বর বুধবার সকালে মুকসুদপুর থানার পার্শ্ববর্তী বোয়ালমারি থেকে গ্রেফতার করেছে।
মুকসুদপুর থানার ওসি আজিজুর রহমান জানান উপজেলার দিস্তাইল গ্রামের নিরাপদ মন্ডলের ছেলে উৎপল মন্ডল (৩৪) পুলিশ পরিচয়ে বিভিন্ন রকমের প্রতারণা করেছে। এর মধ্যে বরিশাল জেলার আগৈলঝড়া, ফরিদপুরে বোয়ালমারি ও পার্শ্ববর্তী কাশিয়ানি থানার ১৩ টি প্রতারণা মামলা রয়েছে। ইতোমধ্যে তার নামে প্রতারণা মামলায় সাজা হয়েছে। মুকসুদপুর থানার সাব ইনেসপেক্টর ইউসুফ আলী সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোপালগঞ্জ কোর্টের মাধ্যমে জেলখানায় পাঠিয়েছে।
আগৈলঝড়া, বোয়ালমারি, কাশিয়ানি থানার ৩ প্রতারণা মামলায় বিভিন্ন মেয়াদে মোট ৪ বছর কারাদ-র আদেশ দিয়েছে আদালত।

 

পূর্ববর্তী নিবন্ধ‘পৃথিবীতে এতো জঘন্য অপরাধ হয়েছে কিনা জানা নেই`
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে গাঁজাব্যবসায়ি গ্রেফতার