মুকসুদপুরে মা ও শিশুদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

দেলোয়ার হোসেন (মুকসুদপুর) গোপালগঞ্জ প্রতিনিধি

?

গোপালগঞ্জের মুকসুদপুরে সিএসএস এর প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সী স্মরণে মা ও শিশুদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ মে) মুকসুদপুর উপজেলায় বেসরকারি এনজিও সিএসএস এর প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সীর মৃত্যু বার্ষিকীতে, নিজ শাখা কার্যালয়ে তাঁর স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এমএফপি উপকার ভোগী মা ও শিশুদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ব্যাবস্থা পত্র প্রদান করা হবে।

এসময় চিকিৎসক হিসাবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা মেডিক্যাল অফিসার ডাক্তার জিহাদুল ইসলাম।সিএসএস এর মুকসুদপুর উপজেলা শাখা ব্যাবস্থাপক মোঃ আবু সাঈদ জানান সারা দেশের ন্যায় সিএসএস এর প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্পের আওতায় এমএফপি উপকার ভোগী মা ও শিশুদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ব্যাবস্থাপত্র সেবা প্রদান করা হয়েছে। এ সময় চিকিৎসা নিতে আসা দুশত জন রোগীর মাঝে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংক অফিসার্স কো-অপারেটিভ সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধজুনের মধ্যে নির্বাচন, এদিক-সেদিক হওয়ার সুযোগ নেই: রিজওয়ানা হাসান