মুকসুদপুরে পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচন জমে উঠেছে

1মুকসুদপুর  প্রতিনিধি,দেলোয়ার হোসেন,পপুলার২৪নিউজ :
গোপালগঞ্জের মুকসুদপুরে আসন্ন পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক পদে নির্বাচন জমে উঠেছে ।উপজেলাধীন ৯নং এলাকার মুকসুদপুর পৌরসভা, পশারগাতী, খান্দারপাড়, গোবিন্দপুর, বহুগ্রাম,উজানী, বাশবাড়ীয়া, ভাবড়াশুর, মহারাজপুর, ইউনিয়ন মুকসুদপুর পাইলট উচ্চ বিদ্যাল কেন্দ্রে ১৭জানুয়ারি অনুষ্ঠিত হবে।১০নং বাটিকামারী,দিগনগর,রাঘদী,গোহালা, জলিলপাড়,ননীক্ষির,মোচনা, কাশালীয়া, ১৮ জানুয়ারী প্রসন্নপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২এলাকার ৫জন প্রার্থী একই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মুকসুদপুর পল্লী বিদ্যুৎ অফিস সুত্রে জানা গেছে ৯নং এলাকার ভোটার সংখ্যা ২১ হাজার ৩শ ২২ ও ১০নং ২২ হাজার ৭শ ৩৪জন। বকেয়া বিদ্যুৎ বিল গ্রাহকের নাম ভোটার তালিকা উঠবে না।
৯নং এলাকার পরিচালক পদে নির্বাচনে২জন প্রার্থী জামিরুল ইসলাম (বিপুল বিশ্বাস) দোয়াত কলম মার্কা, হাছিবুর রহমান (লিটু)ছাতা মার্কায়,১০নং এলাকার আহাদুজ্জামান মোল্ল্যা, ছরোয়ার শেখ, রেহানা বেগম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। প্রার্থরা বন্ধত্ব আত্মীয়তার সম্পর্ক ঝালাই করছেন। নির্বাচনকে কেন্দ্র করে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। উপজেলা ঘুরে দেখো গেলো প্রাথীদের পোষ্টারে বাজারে দেওয়ালে চায়য়ে দোকানে শোভা পাচ্ছে। মুকসুদপুর পল্লী বিদ্যুৎ ডিজিএম রেজায়েত আলী বলেনএই নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উপপরিচালক আব্দুল লতিব সরদার। নির্বাচন কেন্দ্র মাঠে আইনশৃঙ্খলা সদস্য উপস্থিত থাকবে ।

পূর্ববর্তী নিবন্ধরাজধানীতে বিশ্ববিদ্যালয় ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধরেকর্ড জুটির পরও বাংলাদেশের হার