মুকসুদপুরে কমলাপুর মাদরাসায় ২দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ

মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কমলাপুর আলিম মাদরাসার ২দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠান সুচিতে ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ৭ ফেব্রুয়ারী বুধবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা আলী । ৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গনে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাড আতিকুর রহমান মিয়া। মাদরাসার ম্যানেজিয়ং কমিটির সভাপতি জনতা ব্যাংকের সাবেক জিএম কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দীন আহমেদ মুক্তু মুন্সী, প্রচার সম্পাদক জাহিদুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি মুন্সী আনোয়ার হোসেন, মুকসুদপুর থানার ওসি আজিজুর রহমান, মুকসুদপুর বিআরডিবির সভাপতি ইকবাল হোসেন মিয়া, শেখ ফজিলাতুননেছা মডেল মহিলা মাদরাসার অধ্যক্ষ খ.ম শাহাদাৎ হোসেন মিজান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম মোল্যা, পৌর কাউন্সিলর সাইফুল আজম খবির, সাবেক ছাত্রলীগ নেতা আশিকুর রহমান রনি, যুবলীগ নেতা হাসান মুন্সী প্রমুখ । স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ নজরুল ইসলাম। অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধান করেন মাদ্রাসার শিক্ষক ও মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন। ক্রীড়া পরিচালনা করেন মাদরাসার ভাইস প্রিন্সিপাল সিরাজুল ইসলাম, ক্রীড়া শিক্ষক চিন্ময় বিশ্বাস, সহকারী শিক্ষক ওহিদুল ইসলাম। দুই দিনের বাষিক ক্রীড়ায় ৪৭ ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেয় এবং প্রায় ২শ ৫০জন শিক্ষার্থী বিজয়ী পুরষ্কার গ্রহণ করে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ, শিক্ষা সফরসহ বিভিন্ন বিনোদনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের পড়াশনার প্রতি আগ্রহ সৃষ্টি করে আসছেন বলে প্রতিষ্ঠানের অধ্যক্ষ নজরুল ইসলাম জানান।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়াকে নিয়ে বিশ্ব গণমাধ্যম যা বলছে
পরবর্তী নিবন্ধব্যাটিং ব্যর্থতায় চাপ নিয়ে দিন শেষ বাংলাদেশের