
মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি
”পরিবার পরিকল্পনা, মাও শিশু স্বাস্থ্যসেবা গ্রহন করি , বাল্যবিয়ে এবং অনাকাক্সিক্ষত গর্ভধারণ রোধ করি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে কল্যান সেবা ও প্রচার সপ্তাহ আগামি ১৮ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে।উপজেলা পরিবার পরিকল্পনা কার্যলয় এড্যাভোকেসি সভা আয়োজনে ১৩ ডিসেম্বর সোমবার সকালে ফারুক খান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুকসুদপুর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-পরিচালক পরিবার পরিকল্পনা গোপালগঞ্জ এ,কে,এম সেলিম ভূইয়া।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জোবায়ের রহমান রাশেদ, সহকারী পরিচালক পরিবার পরিকল্পনা গোপালগঞ্জ রঞ্জন মজুমদার উপজেলা আওয়ামী লীগের সভাপতিও পৌর মেয়র এ্যাডঃ আতিকুর রহমান মিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম মোল্যা,মহিলা ভাইস চেয়ারম্যান তাপসি বিশ্বাস দূর্গা, মুকসুদপুর থানার ওসি (তদন্ত) খোন্দকার আমিনুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুর রহমান, পাক্ষিক মুকসুদপুর সংবাদের সম্পাদক হায়দার হোসেন, মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ ছিরু মিয়া প্রমূখ সভা সয়ঞ্চলনা করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক দ্বিপ্তি বিশ্বাস ।