মিয়ামি ওপেনের শিরোপা জিতলেন ফেদেরার

পপুলার২৪নিউজ ডেস্ক:
অস্ট্রেলিয়ান ওপেনের পর এবার মিয়ামি ওপেনে স্পেনের রাফায়েল নাদালকে হারিয়ে ট্রফি ঘরে তুললেন সুইস তারকা রজার ফেদেরার।

রোববার রাতের ফাইনালে নাদালকে ৬-৩, ৬-৪ সেটে হারিয়ে দিয়েছেন ফেদেরার।

এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত তিনটি শিরোপা ঘরে তুললেন ৩৫ বছর বয়সী এ টেনিস কিংবদন্তি।

ছয় মাসের চোট কাটিয়ে এবছরের শুরুতেই তিনি প্রথমে অস্ট্রেলিয়ান ওপেন গ্র্যান্ডস্লাম জেতেন। তারপরে ইন্ডিয়ান ওয়েলস খেতাব জেতার পর এবার জিতলেন মিয়ামি ওপেন।

এই নিয়ে শেষ চার সাক্ষাতে নাদালকে হারিয়েছেন ১৮বারের গ্রান্ডস্লামজয়ী ফেদেরার। এই ফর্ম সঙ্গে নিয়েই তিনি ফরাসি ওপেনে নামতে চান বলে আশা প্রকাশ করেছেন এ সু্ইস তারকা।

নাদালের জন্য এবারও আক্ষেপ হয়ে থাকল মিয়ামি ওপেন। কেননা এই নিয়ে মোট পাঁচবার মিয়ামি ওপেনের ফাইনাল খেললেন নাদাল। তবে তিনি একবারও শিরোপা ঘরে তুলতে পারেননি।

আগামী ২৮ মে থেকে শুরু হবে ফরাসি ওপেন। সেখানে এই ফর্ম ধরে রেখেই শিরোপা জেতার আশা প্রকাশ করেছেন ফেদেরার।

পূর্ববর্তী নিবন্ধবরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে মেয়র আরিফের রিট
পরবর্তী নিবন্ধশ্রীনগর বিমানবন্দরে দুই গ্রেনেডসহ জোয়ান আটক