মিশরে দুই গির্জায় হামলায় নিহত ৪৫

পপুলার২৪নিউজ ডেস্ক:
মিশরে কপটিক খ্রিস্টানদের দুটি গির্জায় পৃথক বোমা হামলার ঘটনায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১৪০ জন।

রোববার এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে একটি ছিল আত্মঘাতী হামলা। খবর: আল আহরাম।

প্রথমে তানতা শহরের সেন্ট গিরগিস কপটিক গির্জায় বিস্ফোরণে কমপক্ষে ২৭ জন নিহত হন। আহত হন আরও ৭২ জন।

অপর বিস্ফোরণের ঘটনা ঘটে আলেকজান্দ্রিয়ার সেন্ট মার্কস কপটিক গির্জায়। সেখানে ১৮ জনের প্রাণহানি ঘটে। আহত হন ৬৬ জন।

আলেকজান্দ্রিয়ার হামলা ছিল আত্মঘাতী। হামলাকারীকে থামাতে গিয়ে দুজন পুলিশ কর্মকর্তা ও একজন নারী পুলিশও নিহত হয়েছেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী কথিত ইসলামিক স্টেট-আইএস সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার দায় স্বীকার করেছে।

পূর্ববর্তী নিবন্ধতিস্তা চুক্তি কিছু সময়ের অপেক্ষা: ওবায়দুল কাদের
পরবর্তী নিবন্ধমক্কা ও মদিনা শরীফের খতিবগণের পদ্মায় নৌ-ভ্রমণ