মির্জা ফখরুল রাজনীতি করার অযোগ্য হওয়া উচিত: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

‘পাকিস্তানই ভালো ছিল’ এমন মন্তব্যের জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে রাজনীতি করার অযোগ্য হওয়া উচিত বলে মনে করছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, মির্জা ফখরুলের বক্তব্য বিশ্লেষণ করলে তার অর্থ দাঁড়ায়, বাংলাদেশ হওয়াটা সঠিক হয়নি। অর্থাৎ তার মতে জিয়া মেজর থাকলেই ভালো ছিল। কারণ বাংলাদেশ সৃষ্টি না হলে জিয়া তো মেজরই থাকতেন, মেজর জেনারেল হতে পারতেন না।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘পাকিস্তানই ভালো ছিল’ মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে তথ্যমন্ত্রী বলেন, আমি মনে করি এই বক্তব্যের মাধ্যমে মির্জা ফখরুল আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, মুক্তিযুদ্ধে শহীদ- সবার প্রতি অবমাননা করেছেন। তিনি বাংলাদেশে রাজনীতি করার অযোগ্য হওয়া উচিত। অন্য কোনো দেশ হলে তার বিরুদ্ধে নানা আইনগত ব্যবস্থা নেওয়া হতো এবং তিনি সেই দেশে রাজনীতি করার অযোগ্য হতেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য এ নিয়ে যেভাবে কথাবার্তা ও বিশ্লেষণ হওয়া দরকার ছিল, সেটি আমি দেখতে পাচ্ছি না।

দেশে গণতন্ত্র নিয়ে বিএনপি মহাসচিবের সমালোচনার জবাবে ড. হাছান মাহমুদ বলেন, বন্দুকের নলের ডগা থেকে যাদের জন্ম, অগণতান্ত্রিকভাবে ক্ষমতা দখল করে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দলের জন্ম- তারা যখন গণতন্ত্রের কথা বলে তখন মানুষ হাসে।

তিনি আরও বলেন, যারা ১৫ ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচন করেছিল, যে রাজনৈতিক দল তাদের গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাতিল করে দুর্নীতিবাজদের, দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্তদের রাজনীতি করার অধিকার দিয়েছে- তারা যখন গণতন্ত্রের কথা বলে তখন মানুষ হাসে।

পূর্ববর্তী নিবন্ধগুজব ছড়িয়ে শেয়ারবাজারে দরপতন ঘটানো হচ্ছে: মোহাম্মদ এ হাফিজ
পরবর্তী নিবন্ধশূন্য রেখার ওপারে কাউকে না যাওয়ার নির্দেশ