মা-বাবা ও তিন ভাই-বোনের পর বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ সোনিয়ারও মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে দগ্ধ ছয় বছরের সোনিয়া মারা গেছে। বুধবার (২৭ মার্চ) ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এ নিয়ে একই পরিবারে মৃতের সংখ্যা দাঁড়ালো ছয়জনে।
বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারে মৃতের সংখ্যা দাঁড়ালো ছয়জনে।

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারে মৃতের সংখ্যা দাঁড়ালো ছয়জনে।

মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে বজ্রপাতসহ ঝড়বৃষ্টিতে সোনিয়াদের টিনের বসতঘরের ওপর ১১ হাজার ভোল্টের পল্লী বিদ্যুতের লাইন ছিঁড়ে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার বাবা বাক্‌প্রতিবন্ধী দিনমজুর ফয়জুর রহমান (৫০), মা শিরি বেগম (৪৫), বড় বোন সামিয়া সুলতানা (১৪), সাবিনা আক্তার (১১) ও ছোট ভাই সায়েম আহমদ (৭) মারা যায়।

একমাত্র আহত হয় এ পরিবারের ছয় বছরের শিশু সোনিয়া। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে রাতে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে আজ ভোরে তার মুত্যু হয়।

এদিকে মঙ্গলবার বিকেলে স্থানীয় হাজী ইনজাদ আলী উচ্চবিদ্যালয়ের মাঠে ওই পাঁচজনের জানাজা হয়। এতে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ কয়েক হাজার লোক অংশ নেন। পরে স্থানীয় কবরস্থানে পাশাপাশি তাদের দাফন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধঈদ যাত্রা: আড়াই ঘণ্টায় পশ্চিমাঞ্চল রেলের ১৪ হাজারের বেশি টিকিট বিক্রি
পরবর্তী নিবন্ধস্বাধীনতা দিবসে ইসলামী ব্যাংকের শ্রদ্ধা