মাহমুদউল্লাহকে বাদ দেয়ার সিদ্ধান্ত আমার একার: পাপন

পপুলার২৪নিউজ ডেস্ক:

প্রধান কোচ হাথুরুসিংহ নয়, মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দেয়ার সিদ্ধান্ত একাই নিয়েছিলেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।

বুধবার কলম্বোর পি সারা স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

নাজমুল হাসান পাপন বলেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দেয়ার সিদ্ধান্ত আমার একার। এখানে হাথুরুসিংহের কোনো ভূমিকা নেই।’

দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বর্তমানে শ্রীলংকায় আছে বাংলাদেশ দল। আগামী ২৫ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। এছাড়া দুটি টি২০ ম্যাচও খেলবে টাইগাররা।

মাহমুদউল্লাহ রিয়াদ প্রথম টেস্ট খেললেও বুধবার শুরু হওয়া টাইগারদের শততম টেস্ট থেকে ছিটকে পড়েন। তবে ঘোষিত ১৬ সদস্যের ওয়ানডে দলে আছেন এই অলরাউন্ডার।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা: ভোট ২৫ এপ্রিল
পরবর্তী নিবন্ধআপনারা কৃষকদের জন্য কী করেছেন, বিএনপিকে মতিয়া চৌধুরী