মাশরাফিও দিলেন প্রধানমন্ত্রীকে সংবর্ধনা

 পপুলার২৪নিউজ ডেস্ক:

ঢাকা ত্যাগের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় প্রায় তিন সপ্তাহের বিদেশ সফর শেষে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় মাশরাফি ফুল দিয়ে তাকে সংবর্ধনা দেন। সংবর্ধনা দিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজে অংশ নিতে বিমানে চড়েছেন মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে চার ক্রিকেটার। সঙ্গে উপস্থিত ছিলেন ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, বিসিবির পরিচালক নাঈমুর রহমান দুর্জয়।

এছাড়া মাশরাফির সঙ্গে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে যোগ দিতে আজ শনিবার সকালে বিমান ধরছেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান, অলরাউন্ডার নাসির হোসেন ও নবাগত মোহাম্মদ সাইফ। সকাল সোয়া ১০টার দিকে ফ্লাই এমিরেটস ব্লুমফন্টেইনের উদ্দেশে রওনা হন তারা।

এর আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে পর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেতাসহ বিশিষ্ট নাগরিকরা।

আর গণসংবর্ধনার পর প্রধানমন্ত্রী রওনা হন গণভবনের দিকে। এসময় বিমানবন্দরের বাইরে প্রধান সড়ক থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুই পাশে আওয়ামী লীগ, এর বিভিন্ন সহযোগী সংগঠন, ১৪ দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

 

পূর্ববর্তী নিবন্ধদ. আফ্রিকার বিপক্ষে চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধসৌদি রাজ প্রাসাদে সশস্ত্র হামলার চেষ্টা, কয়েকজন নিহত