মার্কিন ও চীনা জঙ্গি বিমানের বিপজ্জনক কর্মকাণ্ড

পপুলা২৪নিউজ ডেস্ক :

পূর্ব চীন সাগরে মার্কিন বিমানের গা ঘেঁষে উড়ে গেছে দুই চীনা জঙ্গি বিমান। আর এ বিষয়টি নিয়ে মার্কিন সামরিক বাহিনী অভিযোগ করেছে, দুটি চীনা জঙ্গি বিমান তাদের সঙ্গে ‘অপেশাদার’ আচরণ করেছে।

মার্কিন কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা সিএনএনের প্রতিবেদনে জানা গেছে, পূর্ব চীন সাগরের আন্তর্জাতিক আকাশসীমায় দু’টি সুখোয় এসইউ-৩০ মডেলের চীনা যুদ্ধবিমান বিপজ্জনকভাবে ডব্লিউসি-১৩৫ মডেলের এক মার্কিন সামরিক বিমানের পাশ ঘেঁষে উড়ে গেছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, বিমানটির মাত্র ১৫০ ফুট বা ৪৫ মিটার দূর দিয়ে উড়ে যায় দুটি চীনা যুদ্ধবিমান।

চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজের সহযোগিতায় ওই বিমানটি তখন আন্তর্জাতিক আকাশসীমায় তেজষ্ক্রিয়তার মাত্রা পরিমাপ করছিল। এটিকে নিয়মিত টহল বলে উল্লেখ করেছে মার্কিন সামরিক বাহিনী। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ওই মার্কিন বিমানটি পূর্ব চীন সাগরের আন্তর্জাতিক আকাশসীমায় টহল দিয়ে আসছে।

পূর্ববর্তী নিবন্ধতৃতীয় বিয়ে করে ‘কাম’ কথা শোনালেন সোফিয়া
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা