বিনোদন ডেস্ক:
মারা গেছেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা মাধব ভাজে। তার বয়স হয়েছিল ৮৫ বছর। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। অভিনেতা মৃত্যুতে শোকস্তব্ধ হয়েছে বলিউড।
১৯৪৯ সালের ২১ অক্টোবর পুনেতে জন্মগ্রহণ করেছিলেন মাধম ভাজে। তিনি ওয়াদিয়া কলেজের ইংরেজির অধ্যাপক ছিলেন। তবে শুধুমাত্র অধ্যাপক হিসাবে নয়, একজন অভিনেতা ও নির্মাতা হিসেবেও তিনি বেশ কয়েকবার সম্মানিত হয়েছেন।
রাজ্য থিয়েটার প্রতিযোগিতায় অসামান্য অভিনয়ের জন্য একাধিক পুরস্কারে ভূষিত হয়েছিলেন হয়েছিলেন মাধব ভাজে। ভারতীয় এবং পাশ্চাত্য নাট্যকারদের নাটক নির্মাণের পাশাপাশি তিনি গোয়া কলা একাডেমির নাট্য বিভাগের ভিজিটিং প্রফেসর হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন।
আন্তর্জাতিক থিয়েটার সমালোচক সমিতির একজন সদস্য ছিলেন মাধব ভাজে। শুধু তাই নয়, জাতীয় এবং আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন করেছিলেন তিনি। জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমা ‘শ্যামচি আই’ সিনেমায় তরুণ ‘শ্যাম’ চরিত্রে অভিনয় করে সমালোচকদের কাছ থেকে প্রশংসিত হয়েছিলেন এ অভিনেতা।
বলিউড ছাড়াও মারাঠি সিনেমায় অভিনয় করেছিলেন মাধব ভাজে। তার নির্মিত ‘হ্যামলেট’ পরবর্তী সময় পরশুরাম দেশপাণ্ডে মারাঠি ভাষায় অনুবাদ করেছিলেন। বিগত বেশ কয়েক বছরের ‘ডিয়ার জিন্দেগি’, ‘থ্রি ইডিয়টস’ সহ বেশ কয়েকটি জনপ্রিয় বলিউড সিনেমায় অভিনয় করেছিলেন মাধব।