মাগুরায় ঘুষের ৫ লাখ টাকাসহ একজন গ্রেপ্তার

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

চাকরির জন্য মাগুরা জেলা প্রশাসককে ঘুষ দিতে এসে পাঁচ লাখ টাকাসহ তৌহিদুর রহমান (৩৪) নামে এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন।

তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার কুরানিয়ারচর গ্রামের বজলুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার রাতে তৌহিদকে গ্রেফতার করা হয়।

মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান জানান, শুক্রবার সকাল ১০টা থেকে ১১টায় জেলার ২৬টি কানুনগো পদে চাকরির লিখিত পরীক্ষা হয়। ২৬টি পদের বিপরীতে ২ হাজার ৬০০ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেয়।

তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় অর্থমন্ত্রীর এপিএস মিজানুর রহমানের পরিচয় দিয়ে তার কাছে এক ব্যক্তি ফোন করেন। ফোনে তার সঙ্গে দেখা করার জন্য তৌহিদুর রহমানকে ডিসির কাছে পাঠানোর সময় চান।

এরপর ডিসির দেয়া সময় অনুযায়ী রাতে তৌহিদুর জেলা প্রশাসকের কার্যালয়ে যান। তখন মাগুরার শ্রীপুর এলাকার সিহাব উদ্দিনের পক্ষে কানুনগো পদে তাকে চাকরি দেয়ার জন্য ডিসিকে পাঁচ লাখ টাকা ঘুষ দিতে চান তৌহিদুর। চাকরি হলে পরে আরও ৫ লাখ টাকা দেয়ার আশ্বাস দেন। একপর্যায়ে তৌহিদুরকে ঘুষ দেয়ার চেষ্টার অভিযোগে নগদ ৫ লাখ টাকাসহ তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।

নেজারত ডেপুটি কালেক্টর এনডিসি পরিমল কুমার বাদী হয়ে তৌহিদুর রহমানের বিরুদ্ধে ঘুষ প্রদানের অভিযোগে সদর থানায় মামলা করেন।

সদর থানার উপপরিদর্শক (এসআই) মুবিন হোসেন ঘুষ প্রদানের অভিযোগে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অভিযুক্ত তৌহিদুরকে আজই আদালতে তোলা হবে।

পূর্ববর্তী নিবন্ধভাস্কর্য সরানোর প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের কাঁদানে গ্যাস
পরবর্তী নিবন্ধবুড়িচংয়ে ছাত্রীকে যৌন হয়রানি, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেফতার